এই মুহূর্তে
Home > আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

আমাদের কথা

প্রিয় পাঠক,

                 আমরা ভাঙনের তীরে দাঁড়িয়ে।সামনে দু:সময়ের হাতছানি।অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির সাথে ঘর বেঁধেছি।আধুনিকতার মাপকাঠিতে বেড়ে চলেছি।যত আধুনিক হচ্ছি ততই যেন আমাদের সাধারণ বিষয়গুলি হারিয়ে ফেলছি।

যুগের সাথে তাল মিলিয়ে চলা শুরু হয়েছে।বিশেষ করে বর্তমান প্রজন্ম বিশ্বায়নের যুগে আরো আধুনিক হতে চায়।মানুষের জীবনে সমাজ,সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। একে আমরা কোন মতেই অবহেলা করতে পারি না।ঘরে বসে বা গ্রন্থাগারে গিয়ে বইয়ের পাতা উলটানোর দিন কমে আসছে।তাই বলে সমাজ ও সাহিত্য থেমে থাকবে না।তারাও এগিয়ে যাবে।সময়ের সঙ্গে চাহিদার নিরিখে নতুন পদক্ষেপ হাতের নাগালে পাওয়া স্বাভাবিক। সেই কথা ভেবেই পথ চলা শুরু হচ্ছে অনলাইন ‘বিশ্ব সাহিত্য বাংলা’র।

সুধী বন্ধু,আপনারা যারা কবিতা, গল্প,অণুগল্প,প্রবন্ধ,ভ্রমণ অভিজ্ঞতা লেখেন।সেই সাথে সাহিত্য সংবাদ ও আমাদের দিয়ে বিশ্ব সাহিত্য বাংলার সঙ্গী হতে পারেন।আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকুন।আপনাদের প্রিয় লেখায় আমাদের অভিমুখ।

                                                                           -সম্পাদক, হালিম মন্ডল