Home > Flash > হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জন্ম নিল আস্ত একটি পত্রিকা, প্রকাশিত হল ‘বাংলা সাহিত্য পত্রিকা’

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জন্ম নিল আস্ত একটি পত্রিকা, প্রকাশিত হল ‘বাংলা সাহিত্য পত্রিকা’

Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ গত ১৭ই জানুয়ারী, রবিবার কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ‘বাংলা সাহিত্য পত্রিকা’র নববর্ষ সংখ্যা। পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কলামিস্ট নিশীথ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত পত্রিকার লেখক-লেখিকাদের হাতে শংসাপত্র, স্মারক ও পত্রিকা তুলে দেন পত্রিকা-সম্পাদক ইসরাইল সেখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন উদ্বোধনী সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মূল্যবান বক্তব্য ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি এক অন্যমাত্রা পায়।

পত্রিকা সম্পাদক ইসরাইল সেখ জানান, এই পত্রিকাটি ১১৬ পাতার। মোট ১০৩ জন সাহিত্যিক এই পত্রিকায় লিখেছেন। পত্রিকাটির শুভেচ্ছা মূল্য করা হয়েছে ১২০ টাকা।

জানা গিয়েছে, ‘বাংলা সাহিত্য পত্রিকা’র নববর্ষ সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে কোভিড-১৯ যোদ্ধাদের।

উল্লেখ্য, লেখক-লেখিকাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চিন্তা-ভাবনা থেকেই এই পত্রিকার জন্ম।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য নজির মণ্ডল।

Advertisement

এক ঝলকে

দারুণ / দেবব্রত সরকার

Advertisement দারুণ দেবব্রত সরকার লেখা হয় যদি আবিররঙের মতো তুমি! যা দেখে জীবন্তঅশ্রু হেসে ওঠে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *