এই মুহূর্তে
Home > Flash > কবি শাবলু শাহাবউদ্দিন -এর একটি কবিতা ‘আমার প্রেম’

কবি শাবলু শাহাবউদ্দিন -এর একটি কবিতা ‘আমার প্রেম’

Advertisement

আমার প্রেম

শাবলু শাহাবউদ্দিন

 

তুমি এসেছিলে এই বুকে স্রোতস্বিনীর মত কলকল ধ্বনি তুলে

তুমি হারিয়ে গেলে বানের জলের মত সহস্রাধিক দুঃখ ভুলে

তোমাকে খুঁজি আমি এবেলা সেবেলা অবেলা সময়ের পথ ভুলে

জানি না কোথায় তুমি হারিয়ে গেলে, শত শত বালির কণাহৃদয়ে ফেলে

দেখ চিকচিক করে এখনওসেই বালি, স্মৃতির পাতায় তুমি ছাড়া সব এখন খালি ।

 

তুমি ছিলে এই হৃদয়ের স্বপ্নদ্রষ্টা, প্রদীপের আশার আলোর রেখা

জানি না কোন ভুলের কারনে আর কোন দিন হবে না তোমার আমার দেখা

অনের পলিতে তুমি আছো মহানন্দে, দেখ দেখ আমি কান্দি সদানন্দে

এই কী ছিল বুকে বয়ে যাওয়া প্রেমময় তটিনীর অদৃষ্টের লেখন

ওগো রমণী হয়ে রয়ে গেলে তুমি ধূধূ মরুভূমিরস্রোতস্বিনীর পতন।

 

আমার প্রেম এত সহজ সরল ভাবে বিনাশ তুমি পারিবে না কখনো করতে

তোমার ভালোবাসার রক্ত আছে এই শাবলু শাহাবউদ্দিনের হৃদয়ে রন্ধে রন্ধে

আমি মিশে যাব মৃত্তিকায় একদিন এই অবুঝ,

আমার ভালোবাসা তবুও থাকবে তোমারজন্য চির সবুজ

এই প্রেম শেষ হবার নয়, আমার প্রেম থাকবে চিরদিন আলোকময় ।

 

 

কবি পরিচিতিঃ

শাবলু শাহাবউদ্দিন

ইংরেজি বিভাগের শিক্ষার্থী

চতুর্থ বর্ষ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজাপুর, পাবনা, বাংলাদেশ

Advertisement

এক ঝলকে

কবি নফর আলি সেখের একটি প্রতিবাদী কবিতা ‘মিছিলে পা মেলাও’

Advertisement মিছিলে পা মেলাও নফর আলি সেখ প্রতিটি ফুলের পাপড়িতে পা দাও এখন প্রতিটি দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *