এই মুহূর্তে
Home > Flash > কবি আজাদ মামুন -এর একটি কবিতা ‘জীবন ও স্বপ্ন’

কবি আজাদ মামুন -এর একটি কবিতা ‘জীবন ও স্বপ্ন’

Advertisement

জীবন ও স্বপ্ন

আজাদ মামুন

শ্রান্তি আর অবসাদে দুর্বহ হয়ে ওঠে আমাদের জীবন,

আকাশের ছাউনি তলে মৃত্তিকা আমাদের শয়ন,

দিগন্তগ্রাসী দৃষ্টির তীরে শিকার হয় আকাশ,

নিচে জড়সড় ক্ষীণ দেহের শান্ত বসবাস।

আমাদের স্বপ্নেরা সমগ্র আকাশে মেলে তাদের কুঁড়ি,

বাঁধনহারা বাসনারা ছুটে চলে যেন নাটাইহীন ঘুড়ি,

হৃদয়ের ভাঁজে ভাঁজে বিরাজিত শতশত মমতা,

কল্পনার রাজ্যে চলে আমাদের নিরঙ্কুশ ক্ষমতা।

ঘুম ভাঙে প্রত্যুষে কেটে যায় সব ঘোর,

সবকিছু ঝেড়ে ঝুড়ে খুলি বাস্তবতার দোর।

মাসান্তের মাসোহ়ারা অর্ধেক ফুরায় এক বস্ত্রের বিনিময়ে,

বাকি টাকায় যাই সারা মাস সংসারের ভার বয়ে।

লম্বাকরে ধোয়া ছাড়ি আমাদের খোলা বাতায়নে,

বাকি আগুনটা জ্বলে ধিকিধিকি আমাদের মনে।

আবারো আসে সন্ধ্যা, হয় আমাদের মৃত্তিকা শয়ন,

আবারো দেখে সুখ সুখ স্বপ্ন আমাদের স্বাপ্নিক মন।

————————————————–

নাম=মামুনুর রশীদ

বাংলা বিভাগ,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  ঢাকা।

Advertisement

এক ঝলকে

কবি লক্ষণ কিস্কু’র একটি ত্রয়োদশপদী কবিতা ‘বিভা’

Advertisement বিভা কবি লক্ষণ কিস্কু প্রেম। হৃদয়ে অচিন পাখি জাগিয়ে চলে গেলে — সাগরে ঢেউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *