এই মুহূর্তে
Home > Flash > কবি কাজী মাসুদ -এর কবিতা ‘কৃষ্ণের নীল জনম’

কবি কাজী মাসুদ -এর কবিতা ‘কৃষ্ণের নীল জনম’

Advertisement

।। কৃষ্ণের নীল জনম ।।

।   কাজী মাসুদ  ।

যদি কখনো আমায় খুঁজতে
তোমার খুব ইচ্ছে হয়
তুমি নিরালায় ভেবো, দেখবে-
আমি জেগে আছি তোমার-
স্নিগ্ধ কন্ঠের প্রতিটি স্বরে ;
স্বরলিপির ঐকতানে
বিমোহিত সুরের মূর্ছনাতে
বেদনার্ত গানের আর্তনাদে ;
কখনো,তোমার প্রেমময় কোনো গানে-
বিমুগ্ধ অসংখ্য শ্রোতার করতালির তরঙ্গে।
শরতের অবারিত রূপসী মাঠে-
দোলায়িত কাশফুল
ও তোমার কৃষ্ণকেশী জুলফি হয়ে
তোমার শীতল চিবুক ছু্ঁয়ে-ছুঁয়ে।
শ্রাবণের বিষন্ন বিকেলে-
তোমার উদাসী মনের দীর্ঘশ্বাসে!
গোধূলির বিধুর মায়ায়
সাঁঝের বোবা কান্নায়
তোমার অশ্রুর মুক্তা দানায়;
সন্ধ্যা তারার স্বর্নালী দ্যুতিতে।
কখনোবা, ঝড়ের পাখি হয়ে-
হাসনা হেনার সুবাস নিয়ে
গভীর বৈশাখী রাতে
ভেজা ছেঁড়া ডানার পালকে
তোমার শিয়রে সারারাত-
মৃদু প্রকম্পনে দাঁড়িয়ে।
নিস্তব্ধ! ভোরের কুহেলিকায়,
তোমার জীবন ছন্দের নব হিল্লোলে!
শ্বেত শিশিরে-
তোমার পায়ে আলতার আলপনা ভিজিয়ে।
হেমন্তের সোনালী আভায়-
নবান্নের সৌরভে;
বসন্তের উদাস দুপুরে-
পত্র ঝরা শালবনের শ্যামল ছায়ায় বসে,
শিশুর মৌনতা নিয়ে-
তুমি সুদুরে চেয়ে থেকো;
বুঝবে,বেহালার করুণ বাঁশরী হয়ে-
আমি অনন্ত জেগে আছি
তোমার হৃদয় কুহুরে।

………………………………….
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট 
যশোর সদর, যশোর
বাংলাদেশ

Advertisement

এক ঝলকে

কবি নফর আলি সেখের একটি প্রতিবাদী কবিতা ‘মিছিলে পা মেলাও’

Advertisement মিছিলে পা মেলাও নফর আলি সেখ প্রতিটি ফুলের পাপড়িতে পা দাও এখন প্রতিটি দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *