Home > Flash > কবি কাজী মাসুদ -এর কবিতা ‘কৃষ্ণের নীল জনম’

কবি কাজী মাসুদ -এর কবিতা ‘কৃষ্ণের নীল জনম’

Advertisement

।। কৃষ্ণের নীল জনম ।।

।   কাজী মাসুদ  ।

যদি কখনো আমায় খুঁজতে
তোমার খুব ইচ্ছে হয়
তুমি নিরালায় ভেবো, দেখবে-
আমি জেগে আছি তোমার-
স্নিগ্ধ কন্ঠের প্রতিটি স্বরে ;
স্বরলিপির ঐকতানে
বিমোহিত সুরের মূর্ছনাতে
বেদনার্ত গানের আর্তনাদে ;
কখনো,তোমার প্রেমময় কোনো গানে-
বিমুগ্ধ অসংখ্য শ্রোতার করতালির তরঙ্গে।
শরতের অবারিত রূপসী মাঠে-
দোলায়িত কাশফুল
ও তোমার কৃষ্ণকেশী জুলফি হয়ে
তোমার শীতল চিবুক ছু্ঁয়ে-ছুঁয়ে।
শ্রাবণের বিষন্ন বিকেলে-
তোমার উদাসী মনের দীর্ঘশ্বাসে!
গোধূলির বিধুর মায়ায়
সাঁঝের বোবা কান্নায়
তোমার অশ্রুর মুক্তা দানায়;
সন্ধ্যা তারার স্বর্নালী দ্যুতিতে।
কখনোবা, ঝড়ের পাখি হয়ে-
হাসনা হেনার সুবাস নিয়ে
গভীর বৈশাখী রাতে
ভেজা ছেঁড়া ডানার পালকে
তোমার শিয়রে সারারাত-
মৃদু প্রকম্পনে দাঁড়িয়ে।
নিস্তব্ধ! ভোরের কুহেলিকায়,
তোমার জীবন ছন্দের নব হিল্লোলে!
শ্বেত শিশিরে-
তোমার পায়ে আলতার আলপনা ভিজিয়ে।
হেমন্তের সোনালী আভায়-
নবান্নের সৌরভে;
বসন্তের উদাস দুপুরে-
পত্র ঝরা শালবনের শ্যামল ছায়ায় বসে,
শিশুর মৌনতা নিয়ে-
তুমি সুদুরে চেয়ে থেকো;
বুঝবে,বেহালার করুণ বাঁশরী হয়ে-
আমি অনন্ত জেগে আছি
তোমার হৃদয় কুহুরে।

………………………………….
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট 
যশোর সদর, যশোর
বাংলাদেশ

Advertisement

এক ঝলকে

দারুণ / দেবব্রত সরকার

Advertisement দারুণ দেবব্রত সরকার লেখা হয় যদি আবিররঙের মতো তুমি! যা দেখে জীবন্তঅশ্রু হেসে ওঠে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *