এই মুহূর্তে
Home > Flash > কবি লক্ষণ কিস্কু’র একটি ত্রয়োদশপদী কবিতা ‘বিভা’

কবি লক্ষণ কিস্কু’র একটি ত্রয়োদশপদী কবিতা ‘বিভা’

Advertisement

বিভা
কবি লক্ষণ কিস্কু

প্রেম। হৃদয়ে অচিন পাখি জাগিয়ে
চলে গেলে — সাগরে ঢেউ তুলে দিয়ে।
কত নিষ্ঠুর তুমি? বুকে দিলে ব্যাথা
মনে মনে গাঁথামালা — মিলন কথা
কুড়িয়ে ঝরা ফুল — রচে যাই হেথা।

প্রেম। তুমি কি আছ ফুলের আড়ালে?
মধুকর চুমু দেবে কোমল গালে।
খুঁজি দীপশিখায় — সাগর কীনারে
রিক্ত হৃদয় — সিক্ত করিবার তরে।
মুক্ত গগনে চাঁদে যেরূপ কিরণ
আমার আঁখি পানে তুমি মেঘবরণ
অকপটে কবুল করি দীপ্যমান
সলতে সমেত জ্বলন অনেক্ষণ।

Advertisement

এক ঝলকে

কবি নফর আলি সেখের একটি প্রতিবাদী কবিতা ‘মিছিলে পা মেলাও’

Advertisement মিছিলে পা মেলাও নফর আলি সেখ প্রতিটি ফুলের পাপড়িতে পা দাও এখন প্রতিটি দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *