Header Ads

কবি তৈমুর খানের তিনটি কবিতাখবর


খবর আসছে , সব মৃত্যুর খবর
কসাইখানা হয়ে যাওয়া পৃথিবী এখন
মৃত্যুর দোকান

আমরা বিক্রি হয়ে যাচ্ছি
বাস ট্রেন রিকশায় ঘরে বাইরে
যে কোনও মুহূর্তে মৃত্যুযন্ত্র গর্জে উঠবে
আর আমরা কতল হব
উট গোরুর মতো , ছাগল মুরগির মতো

প্রতিদিন মৃত্যুর জন্মদিন
অশ্রুফুল বেদনামন্ত্র আর উদাসীন ঘুম
আমরা সমর্পণ করে দিই

হে মনীষীলোকের বাতাস
হে প্রেমসুরভি পাখি
হে স্বপ্নমুকুলের মহীরুহ
তোমরা বসন্ত ঘোষণা করো
আর আলোছায়ায় মনভুলানিয়া গাও
আমরা ভালোবাসা খুঁজতে খুঁজতে রক্তে ভিজে যাই
সারারাত হিমের মতন রক্ত ঝরে....
-----------------------------------

বন্ধুকত চুমু ছড়িয়ে আছে
কুড়িয়ে নিচ্ছি  
রোদ আর বৃষ্টি পেলে
নষ্ট হবে  
দ্রুত ট্রাক পিসে যাচ্ছে
জুতোর আওয়াজ এগিয়ে আসছে 

এপাশ ওপাশ চুমুর বাগান
ঠোঁটের পাপড়ি , পাপড়ির গান
শুনতে শুনতে এই এতদূর
হেঁটে এলাম মুগ্ধপুর
বেলা গেল পথে পথে
ফিরব একা 
ভুলেছি সব

রাত হলে কারা বাজনা বাজায় ?
কাদের পুজো রোজ রাতে  ?
বিহ্বল শুধু ঘুরতে থাকে
আমার সাথে
বন্ধু আমার....

-------------------------------


       অনধিকার

        

ভয় দেখাচ্ছে
ধমক দিচ্ছে
শাসন করছে
আবার আমি থমকে গেছি

কত দূরে তুমি থাকো   ?
একটা টেবিল
দুটো টেবিল
রঙিন রাত
আলো জ্বলছে 
যার যা পিয়াস
পান করছে  
হাতের কাছে ঝিকিমিকি
শরীরে শরীর দুলছে  
হাওয়ায় উড়ছে বিকিনি 

চিতার সামনে দাঁড়িয়ে আছি
সবাই দেখি পুতুল নাচছে
কেউ ডাকে না
একটা টেবিল, দুটো টেবিল
রঙিন তরল এই শহরে..
------------------------------------

কবি পরিচিতি 

তৈমুর খান, মূলত নব্বই দশকের কবি গদ্যকার হিসেবেই পরিচিত । বিখ্যাত বইগুলো হল :  কোথায় পা রাখি, বৃষ্টিতরু, খা শূন্য আমাকে খা, আয়নার ভেতর তু যন্ত্রণা, জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর, একটা সাপ আর কুয়াশার সংলাপ, প্রত্নচরিত, নির্বাচিত কবিতা  পুরস্কার পেয়েছেন :  কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান এবং সুখচাঁদ সরকার স্মৃতি পুরস্কার   ঠিকানা :রামরামপুর, শান্তিপাড়া, রামপুরহাট, বীরভূম জেলা, পিন কোড- ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত । ফোন নম্বর +৯১-০৯৩৩২৯৯১২৫০
                       
No comments

Powered by Blogger.