Header Ads

শুভায়ুর রহমান -এর একটি কবিতা 'মগ্নচূড়া'

মগ্নচূড়া

শুভায়ুর রহমান


হিমশৈলর কাছে অনুসন্ধান করেছি,সব জলরাশির নমুনা দাও
বিন্দুর কারিশ্মায় মাঝ নদীতে কেমন উচ্ছ্বাস ওঠে 

তার দিগন্ত ছোঁয়া ওষ্ঠে কত জ্বর,বিপুল চাপে চাপে ইদানীং  যৌবনের পড়ন্ত আসার সম্ভাবনা ক্ষীণ

ছুটন্ত কুয়াশার চুম্বনে স্নান সারো,মগজের কার্নিভালে তৈলচিত্র ক্যানভাস
কোন নারী বক্ষ দেখিয়ে নিশ্চিত আমার জীবাশ্মবিদ্যা পাঠকরি

ম্যাড়ম্যাড়ে সমকালও আলতোভাবে উঠে পড়ে দূর নীলিমায়,কাছে রাখে তারা,নক্ষত্র আর সদ্য যৌবনের চাঁদ 
কাছে আসে আরো কয়েকশো দূর গ্রহ

আড়ালে সেই নাভীর শূন্যপথ
উতলে পড়ে মায়াবী দীর্ঘশ্বাস

আমি খেলছি অদেখা রাত
জন্ম পাচ্ছি আবার পিঠ,কোমরে জ্যোৎস্নাময় নাবিক
পাল তুলে অনবরত আলিঙ্গনাবদ্ধ যোনিতে পূর্ণিমাতিথি 
এবং স্বপ্নচারী কন্টিনিউয়াস চোখে আরো আরো কামসূত্র।

1 comment:

  1. ভালো লাগলো শুভায়ুরের কবিতা

    ReplyDelete

Powered by Blogger.