Header Ads

হাবিব মন্ডল -এর একটি কবিতা 'শূন্যতা'


শূন্যতা 
হাবিব মন্ডল

বৃষ্টি ঝরা সন্ধ্যায় ভিজে মাটির বুক থেকে
তোর চীরায়িত গন্ধ শ্বাসে-প্রশ্বাসে
নিরন্তন বাতাসের সন্-সন্  শব্দ গেয়ে চলেছে তোর নাম
এঁধো প্রকৃতি ক্ষনে ক্ষনে আমায় মাতাল করছে
তোর শূন্যতা শিরা উপশিরায় বিদ্যুৎ ছেড়ে যায়
ফেলে আসা স্মৃতির তোড়া ক্ষত বিক্ষত করছে অনিবার
চোখে অশ্রুবর্ষন।

ভাগ্যের ক্রর প্রহসনে-
হৃদয় ক্যানভাসের সমস্ত রঙ মিলিয়ে যাচ্ছে

অভ্যন্তরিন গান সুর হারিয়ে মরা নদী।
-----------------
ঠিকানাঃ দক্ষিণ বারাসাত, উত্তর ২৪ পরগণা 

No comments

Powered by Blogger.