Header Ads

কবি সুপর্ণা সরকার -এর একটি কবিতা 'উপমা নিস্প্রয়োজন'


উপমা নিস্প্রয়োজন
সুপর্ণা সরকার

চোখে তার রঙীন চশমা
হাতে চিরকুট,
ময়লা চিটে ধরা শাড়ী 
সবুজ কল্কা পাড়ে
ফিকে নীল ছোপ ছোপ৷
পাশে পড়ে আছে 
নাইলনের ব্যাগ ,
হাতলে দড়ির গিঁট,
বিশুদ্ধ তন্ময়তায় লীন৷
মাথার উকুন সুস্পষ্ট আলেখ্য গড়ে তার সিঁথির তেপান্তর৷
খড়ি ওঠা গায় তার
শীতের রাপার নকশা কাটে
নিপুন কৌলিন্যে
শব্দচয়নে নির্ভুল মনন৷৷
নদীতীর বেয়ে যে শিল্পির তুলি আঁকে নির্ভুল রেখাচিত্র
খয়াটে শরীর-বাঙ্ময়
উপমা নিষ্প্রয়োজন৷
অবক্ষয়ী নদীর পাশে--
আবহমান খয়াটে শরীর
চেতনার তন্ময়তা 
দীর্ণ করে স্তব্ধতা ভাঙে--
উপমা নিষ্প্রয়োজন৷৷

No comments

Powered by Blogger.