Header Ads

কবি লালমিয়া মোল্লা'র একটি কবিতা 'কোরবানি'


কোরবানি
লালমিয়া মোল্লা

বাহুতে যার অমিত বল -
সে নয় বাহুবলী;
বাহুডোরে প্রেম অন্তরে হেম
তাকেই মানুষ বলি।

মানুষ খুঁজছি, মান আছে যার,
মনুষের জঙ্গলে;
পাশবিকতা ও পশুর মিছিল
রাজপথে দলে-দলে।

শিশু বেচে দেয় প্রসুতিসদন,
নারী ছিঁড়ে খায় নর ;
কোরবানি দাও এই পশুত্ব -
               মানুষই ঈশ্বর।                        

No comments

Powered by Blogger.