Header Ads

কবি ইন্দ্রানী দাস -এর একটি কবিতা 'এক পশলা গল্প'


এক পশলা গল্প
ইন্দ্রানী দাস

বিন্দু বিন্দু ঘাম জমে
 যদি একখানা মেঘ হতো
তবে আমি বলতাম
বৃষ্টি নয়
এক পশলা গল্প হও

সেই অবিরাম ধারায়
স্নাত শৈশব
কথার মালায় স্বপ্ন গেঁথে
কৈশোর পেরিয়ে
গল্পের ঝুলি ভরে
পৌঁছে দেবে সেই গল্পওয়ালার কাছে
আকাশে মেঘের রং দেখে
যে বদলে ফেলত গল্পের রং

যে ঘুমিয়ে আছে অনেকদিন
কিন্তু ঠিক কবে যে ঘুমালো
টের পায়নি কেউ
সেলফোনের অন্তরজালে
সীমাহীন নীরব আড্ডায়
বুঁদ হয়ে থাকতে থাকতে
হঠাৎ খেয়াল পড়লো
শিক্ষার আয়োজন কেমন যেন খাপছাড়া
জীবনের সাথে তার সেতুটি 
যেন ভেঙেছে কবেই
তখন হই হই রবে
ঘুম ভাঙলো সকলের
কোথায় গল্পওয়ালা
কোথায় সে?
তার তো ঘুম ভাঙেনি
কিন্তু তাকে যে বড় দরকার
সেই শিশুর
যে গল্প শুনতে চায়
গল্প ঝড়া নিঝুম দুপুরে
আধোঘুমে স্বপ্ন বোনে
রূপকথার পক্ষীরাজে
রাজপুত্র রাজকন্যার সাথে
কল্পনার প্রথম পাঠ নেওয়া
সেই শিশুর
আজ গল্পওয়ালাকে
বড়ই দরকার

তাই আজ
বিন্দু বিন্দু ঘাম জমে
যে মেঘ হলো
সে বৃষ্টি নয়
গল্প ঝড়ায়
হরেক কিসিমের গল্প

No comments

Powered by Blogger.