এই মুহূর্তে
Home > Flash > কবি শুভায়ুর রহমানের একটি প্রতিবাদী কবিতা ‘অধ্যায়’

কবি শুভায়ুর রহমানের একটি প্রতিবাদী কবিতা ‘অধ্যায়’

Advertisement

অধ্যায়

শুভায়ুর রহমান

———————-

আবার অধ্যায় যোগ হবে ইতিহাসে,

হয়তো বইয়ের শেষ অংশে জুড়ে দেওয়া হবে নতুন অধ্যায়ের কলঙ্কিত মুহুর্ত!

সেখানে জুড়ে থাকবে স্বৈরাচারী শাসকের কথা
লেখা থাকবে স্বৈরাচারী শাসকের দমন পীড়ন নীতি
লেখা থাকবে জনতার মাঝে বিভাজন নীতি
লেখা থাকবে রক্তচক্ষুর রোষানলে মানুষকে ভীত সন্ত্রস্ত হতে হয়েছে
লেখা থাকবে যাবতীয় অরাজকতা
লেখা থাকবে বেকারত্বের বাঁচার ইচ্ছা তিলতিল করে কুঁকড়ে যায়!

লেখা থাকবে কাজ না পাওয়া মানুষের বুকের কান্না
লেখা থাকবে গেরস্থালির ঘরে কিভাবে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে ছিল

লেখা থাকবে ভিটেমাটি হারানোর ভয় মানুষকে আলপিনের মতো বিঁধেছিলসবই লেখা থাকবে পাঠ্যে
ঐতিহাসিকের কন্ঠ রোধের চেষ্টাও ঠাঁই পাবে হয়তো।

আর এটাও লেখা থাকবে
দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে একজন; দুজন হাজার লাখে লাখে মানুষ রাজপথে নেমেছিল
দেশের সমস্ত রাজপথে সাধারণ নাগরিক প্ল্যাকার্ড হাতে শ্লোগান তুলেছিল,
ছাত্র যৌবন পুলিশের লাঠির আঘাত, টিয়ার গ্যাস সহ্য করেই লড়েছিল, মুদ্রিত হবেই একদিন!

লেখা থাকবে নতুন অধ্যায়ে মানুষ মানুষের কথা বলতে চেয়েছিল,
সেদিন মানুষ ভেদাভেদ ভুলে একটাই দাবী তুলেছিল
‘আমরা সবাই মানুষ বাঁচতে চাই’
লেখা থাকবে নতুন অধ্যায়ে!

Advertisement

এক ঝলকে

কবি সাবিনা ইয়াসমিন -এর একটি প্রতিবাদী কবিতা

Advertisement ভিটে সাবিনা ইয়াসমিন শাসক তোমার রক্তচক্ষুকে, মোটেই আমরা ডরাই না, ভয় দেখিয়ে আর আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *