এই মুহূর্তে
Home > Flash > বাংলাদেশের কবি শাবলু শাহাবউদ্দিনের একটি কবিতা

বাংলাদেশের কবি শাবলু শাহাবউদ্দিনের একটি কবিতা

Advertisement

আমি শ্রমিক দিন মজুরি

শাবলু শাহাবউদ্দিন

দিন টা শেষ, এখন পরন্তু বিকেল, শরীর বড়ই ক্লান্ত

আমি শ্রমিক দিন মজুরি, সকালে আসি কাজের খোঁজে

কাজ তো শেষ, হাতে এসেছে দু’খানা দিব্বি কাঁচা নোট

তবুও আমি বড় ক্লান্ত, কানে আসে ভেসে ভেসে ছেলের কান্না

দুবেলা দু’ মুঠো খাদ্য ছাড়া আর কিছুই চায় না । বড়ই অভাব !

এই সংসারের আমাকে কেউ চায় না, কাজ আর অর্থ ছাড়া আমি মিথ্যে

পাঁচ খানা মুখ; আমি তুমি আর দুই ছেলে সাথে তোমার কন্যা অলক্ষণি

জীবন তো শেষ, চাল ডাল কিংবা পান্তা, কত দিন মাছ মাংস দেখি না

সেই বারে এক ঈদে কয়েক টুকরো এসেছিল, চুলা থেকে মিশে গিয়ে ছিল।

কত মানুষ কত সাজগোজ ! দিব্বি নতুন পোশাক; দূরে থেকে চেয়ে চেয়ে দেখি

নিজের শরীরকে কত আপন করে নিয়েছে এই ছেড়া ময়লা জামা আর লুঙ্গি

সেই ঈদেতেই পেয়েছি, যাকাতের পণ্য, আবার আসুক ঈদ আবারও পাবো

আমি একা না, পরিবার পরিজন সবাই, লাল শাড়িতে মোর বিবিরে ম্যাম সাহেবি মানায় ।

বাবা ক্ষমা করো, আমি বড়ই অভাবি, পারি নাই দেখাতে ভাল কোন ডাক্তার

একবার তো নিয়েছিলাম সদর হাসপাতালে, সাদা পোশাকদারি কসাই দেখেছিল তোমারে

শেষমেশ তোমার ভিক্ষা ধন এক শতাংশ জমি, সবই নিল, সাথে তুমিও গেলে।

আমি আজ দিন মজুরি, ভাগ্য বড়ই নিষ্ঠুর, সরকার দেয় শুনি, আমাদের দেই নি

অতি কষ্টে ভরা মন, তবুও হাসি উঠে কিছু খন, এই তো আমার জীবন।

শাবলু শাহাবউদ্দিন

ইংরেজি বিভাগের শিক্ষার্থী (তৃতীয় বর্ষ )পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ।

Advertisement

এক ঝলকে

কবি সাবিনা ইয়াসমিন -এর একটি প্রতিবাদী কবিতা

Advertisement ভিটে সাবিনা ইয়াসমিন শাসক তোমার রক্তচক্ষুকে, মোটেই আমরা ডরাই না, ভয় দেখিয়ে আর আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *